ভারত ‘এ’ দলের অস্ট্রেলিয়া সফরে বল টেম্পারিং বিতর্ক সৃষ্টি হয়েছে। অস্ট্রেলিয়া ‘এ’ দলের সঙ্গে ভারতের প্রথম অনানুষ্ঠানিক টেস্টে এই বিতর্ক ওঠে। চার দিনের ম্যাচের শেষ দিনে আজ সকালে আম্পায়াররা ভারতের খেলোয়াড়দের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ করেন।
দিনের খেলা শুরুর আগে আম্পায়াররা বল পরিবর্তন করেন এবং এর কারণ হিসেবে জানান, বল বিকৃত হওয়ার কারণে পরিবর্তন করতে হয়েছে। তবে আম্পায়ারদের এই সিদ্ধান্তে ভারতের খেলোয়াড়েরা সন্তুষ্ট ছিলেন না।
ভারত ‘এ’ দলের উইকেটকিপার ইশান কিষান আম্পায়ারদের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন। কিন্তু আম্পায়াররা তাঁকে সতর্ক করে জানান যে তাঁর এই আচরণের বিষয়ে রিপোর্ট দেওয়া হবে। পরে ক্রিকেট অস্ট্রেলিয়া পুরো ঘটনার ব্যাখ্যা দিয়েছে।
এক বিবৃতিতে বলা হয়, বলের অবস্থার অবনতি হওয়ায় তা পরিবর্তন করা হয়েছে। তবে দিনের খেলা শুরু হওয়ার আগেই দুই দলের ম্যানেজার এবং অধিনায়ককে বিষয়টি জানানো হয়েছিল।
কিন্তু মাঠের পরিস্থিতি দেখে মনে হয়নি যে ভারতের খেলোয়াড়েরা বল পরিবর্তনের বিষয়টি সম্পর্কে জানতেন। অমন সিদ্ধান্তের পর মাঠে ভারতের খেলোয়াড়দের আম্পায়ার শন ক্রেগের সঙ্গে আলোচনা করতে দেখা যায়। সেই সময় ইশান কিষান বিষয়টিকে ‘খুব বাজে সিদ্ধান্ত’ বলে উল্লেখ করেন। আম্পায়ার ক্রেগ তখনই তাঁকে সতর্ক করে রিপোর্ট করার কথা বলেন। দুজনের কথোপকথন স্টাম্প মাইকে ধরা পড়েছে।
সর্বশেষ খবর অনুযায়ী, ইশান কিষান বা ভারতের অন্য কোনো খেলোয়াড়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। তবে আম্পায়াররা দাবি করেছেন যে তাঁরা ভারতীয় খেলোয়াড়দের বলের ওপর আঁচড় কাটতে দেখেছেন। যদিও এর জন্য ৫ রান কেটে নেওয়ার বিধান রয়েছে, সেটি প্রয়োগ করা হয়নি।
২২৫ রানের লক্ষ্য পার করে শেষ দিনে ভারত ‘এ’ দলের বিরুদ্ধে অস্ট্রেলিয়া ‘এ’ দলকে ৭ উইকেটের জয় এনে দেন অধিনায়ক নাথান ম্যাকসোয়েনি (৮৮*) ও বিউ ওয়েবস্টার (৬১*)।
0 Comments