সর্বশেষ

6/recent/ticker-posts

জনপ্রিয় ভারতীয় পরিচালকের রহস্য মৃত্যু

 


বেঙ্গালুরুর নিজ ফ্ল্যাট থেকে উদ্ধার করা হলো কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় পরিচালক গুরুপ্রসাদের পচাগলা ঝুলন্ত দেহ।

রবিবার (৩ নভেম্বর) পুলিশ জনপ্রিয় কন্নড় অভিনেতা ও পরিচালক গুরুপ্রসাদের মৃতদেহ তাঁর ফ্ল্যাটের ভিতর থেকে উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, তিনি সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

কিন্তু কী কারণে আত্মহননের মতো চরম সিদ্ধান্ত নিতে হল পরিচালককে? জানা গেছে, সম্প্রতি তিনি দ্বিতীয় বিয়ে করেছিলেন। পুলিশের প্রাথমিক ধারণা, গুরুপ্রসাদ আর্থিক সঙ্কটে জর্জরিত হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

তিনি ‘মাতা’ এবং ‘এদেলু মঞ্জুনাথ’ ছবিগুলি পরিচালনা করে প্রশংসা অর্জন করেছেন। তার আসন্ন প্রজেক্ট ‘আদেমা’র কাজ এখনও সম্পন্ন হয়নি। তবে তিনি ক্যামেরার পিছনে পরিচালনার পাশাপাশি ক্যামেরার সামনে অভিনয় করতেও সমান দক্ষ। বেশ কয়েকটি কন্নড় ছবিতে অভিনয় করেছেন তিনি।

এদিকে, সম্প্রতি পরিচালকের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ উঠেছে। টোটাল কন্নড় বুকস্টোরের মালিক লক্ষ্মীকান্ত প্রয়াত পরিচালকের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। তার দাবি, ২০১৯ সালে তিনি কন্নড় সাহিত্য ও সিনেমার সাথে সম্পর্কিত বিভিন্ন বই কিনেছিলেন এবং ১০০টি বইয়ের উপর ছাড়ের দাবি করেছিলেন। তিনি ছাত্রদের জন্য ৭৫টি বইয়ের মোট ৫টি সেট কিনেছিলেন, কিন্তু সেই বইগুলোর জন্য ৬৫ হাজার টাকা এখনও পরিশোধ করেননি।

এমনকি পরিচালকের সঙ্গে ফোনে যোগাযোগও সম্ভব হচ্ছিল না, গুরুপ্রসাদ তার বাড়ির ঠিকানাও বদলে ফেলেছিলেন।

গত কয়েকদিন ধরে প্রতিবেশীরা পরিচালককে বাড়ির বাইরে বেরোতে দেখেননি। অ্যাপার্টমেন্ট থেকে দুর্গন্ধ বের হতে শুরু করলে আশেপাশের মানুষ পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে পরিচালকের পচাগলা দেহ উদ্ধার করে। ইতোমধ্যে পুলিশের তদন্ত শুরু হয়েছে। - হিন্দুস্থান টাইমস


Post a Comment

0 Comments