সর্বশেষ

6/recent/ticker-posts

তাসকিন-মোস্তাফিজদের নিয়ে ছেলেখেলা করে চার-ছক্কার বৃষ্টি, ভারতের রান উৎসব।

 সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশের বোলারদের উপর দাপট দেখিয়ে ব্যাটিং করেছে স্বাগতিক ভারত। প্রথম ইনিংসে তারা ২৯৮ রানের বিশাল লক্ষ্য ছুড়ে দেয়। শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় টস জিতে ব্যাটিংয়ে নামে সুরিয়াকুমারের নেতৃত্বাধীন ভারত। হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে চার-ছক্কার বৃষ্টিতে বাংলাদেশি বোলারদের বিপর্যস্ত করে তারা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি দ্বিতীয় সর্বোচ্চ দলগত স্কোর। সঞ্জু স্যামসন ও সুরিয়াকুমারের দুর্দান্ত শতরানের জুটিতে শুরু থেকেই বড় সংগ্রহের দিকে এগিয়ে যায় ভারত।

পাওয়ার প্লের ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৭৬ রান তুলে ফেলে ভারত। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত পাওয়ার প্লেতে চারজন ভিন্ন বোলার ব্যবহার করলেও কেউই প্রতিরোধ গড়তে পারেননি। ইনিংসের শুরুতে মাহেদী হাসান বল হাতে আসেন এবং প্রথম ওভারে ৭ রান দেন। তবে তাসকিন আহমেদের দ্বিতীয় ওভারে সঞ্জু স্যামসন টানা চারটি চার মারেন। তৃতীয় ওভারে তানজিম হাসান সাকিব অভিষেক শর্মাকে বিদায় করেন, যিনি মাত্র ৪ রান করেন।

এরপরই ক্রিজে আসেন অধিনায়ক সুরিয়াকুমার যাদব। তিনি সঞ্জুর সঙ্গে মিলে টাইগার বোলারদের উপর ঝড় তোলেন। দুজনের ১৭৩ রানের জুটি ম্যাচের গতিপথ বদলে দেয়। সঞ্জু স্যামসন রিশাদ হোসেনের এক ওভারে টানা ৫টি ছক্কা হাঁকান এবং ১১১ রান করার পর মোস্তাফিজুর রহমানের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন।

সঞ্জুর আউটের কিছুক্ষণ পর সুরিয়াকুমারও ৭৫ রানে রিশাদ হোসেনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। এরপর হার্দিক পান্ডিয়া ও রিয়ান পরাগ মিলে ৭০ রানের জুটি গড়ে দলের রান আরও বাড়ান। হার্দিক ৪৭ ও পরাগ ৩৪ রান করেন।

শেষ পর্যন্ত ভারত ২৯৭ রানে ইনিংস শেষ করে। বাংলাদেশের পক্ষে তানজিম হাসান সাকিব ৩টি উইকেট নেন, এছাড়া মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং মাহমুদউল্লাহ ১টি করে উইকেট দখল করেন।

Post a Comment

0 Comments