পাওয়ার প্লের ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৭৬ রান তুলে ফেলে ভারত। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত পাওয়ার প্লেতে চারজন ভিন্ন বোলার ব্যবহার করলেও কেউই প্রতিরোধ গড়তে পারেননি। ইনিংসের শুরুতে মাহেদী হাসান বল হাতে আসেন এবং প্রথম ওভারে ৭ রান দেন। তবে তাসকিন আহমেদের দ্বিতীয় ওভারে সঞ্জু স্যামসন টানা চারটি চার মারেন। তৃতীয় ওভারে তানজিম হাসান সাকিব অভিষেক শর্মাকে বিদায় করেন, যিনি মাত্র ৪ রান করেন।
এরপরই ক্রিজে আসেন অধিনায়ক সুরিয়াকুমার যাদব। তিনি সঞ্জুর সঙ্গে মিলে টাইগার বোলারদের উপর ঝড় তোলেন। দুজনের ১৭৩ রানের জুটি ম্যাচের গতিপথ বদলে দেয়। সঞ্জু স্যামসন রিশাদ হোসেনের এক ওভারে টানা ৫টি ছক্কা হাঁকান এবং ১১১ রান করার পর মোস্তাফিজুর রহমানের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন।
সঞ্জুর আউটের কিছুক্ষণ পর সুরিয়াকুমারও ৭৫ রানে রিশাদ হোসেনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। এরপর হার্দিক পান্ডিয়া ও রিয়ান পরাগ মিলে ৭০ রানের জুটি গড়ে দলের রান আরও বাড়ান। হার্দিক ৪৭ ও পরাগ ৩৪ রান করেন।
শেষ পর্যন্ত ভারত ২৯৭ রানে ইনিংস শেষ করে। বাংলাদেশের পক্ষে তানজিম হাসান সাকিব ৩টি উইকেট নেন, এছাড়া মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং মাহমুদউল্লাহ ১টি করে উইকেট দখল করেন।
0 Comments